নিজস্ব প্রতিবেদনঃ আজ ১৮ই মে ২০২০ইং রোজঃ সোমবার। এবার ছাত্রাবাস, বাড়ী ও দোকানের ৩ মাসের ভাড়া মওকুফ করলেন, বগুড়া শহরের পুরান বগুড়ার বাঘ মার্কা মকবুল গুল ফ্যাক্টরি ও সম্রাট জর্দা ফ্যাক্টরির স্বত্বাধিকারী দুস্থ ও অসহায় মানুষের কান্ডারী দানবীর আলহাজ্ব মোঃ শাজাহান আলী সম্রাট। আজ ১৮মে সোমবার তিনি মাতৃজগত টিভিকে এ বিষয় নিশ্চিত করেছেন। দেশ সহ সারা বিশ্ব করোনার কারনে যে মহামারির সৃষ্টি হয়েছে, মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অভাবী, ঠিক সেই সময় শাজাহান সম্রাট এই সব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে খাদ্য ও বস্ত্র নিয়ে। তার দেয়া এই ত্রান কার্যক্রম চালু হয়েছে মার্চ মাস থেকে এবং এখনো অব্যাহতি হয়েছে। তিনি পুরান বগুড়া সহ আশে পাশের কমপক্ষে ১৫টি এলাকায় ৫ হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ৫০ লক্ষ টাকার উর্ধে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরন করেছেন। শুধু খাদ্য ও বস্ত্র সামগ্রী দিয়েই থেমে জাননি দানবীর খ্যাত শাজাহান সম্রাট, তাই তিনি এবার উদ্যেগ নিয়েছেন, তার বাড়ী, ছাত্রাবাস ও শহরের বেশ কিছু দোকানের ভাড়া তিনি মওকুফ করে দিচ্ছেন। এপ্রিল,মে এবং জুন ২০ইং মোট তিন মাসের ভাড়া তিনি মওকুফ করে দেয়ার ঘোষনা দিয়েছেন এবং বাস্তবায়নও করছেন। তার বাড়ীতে মোট ২০টি পরিবার, ছাত্রাবাসে মোট ১শত ৭০ জন ছাত্র এবং তার বিভিন্ন মার্কেটে ৫টি দোকান, সব ভাড়াটিয়াকেই তিনি ৩ মাসের ভাড়া মওকুফ করেছেন। এ থেকে তিনি প্রতি মাসের ভাড়া বাবদ দেড় থেকে দুই লক্ষ টাকা করে পেতেন। তার সাথে কথা বলে জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, যেখানে মানুষ তিন বেলা ঠিক মত খাবার পাচ্ছে না, ব্যবসায়ীরা দোকান খুলতে পারছে না, সেখানে তারা কিভাবে বাড়ী, মেস আর দোকান ভাড়া দিবে। তিনি দেশের প্রত্যেক বাড়ী ও দোকান মালিকদের এই দুঃসময়ে ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করার আহ্বান জানান এবং বলেন “মানুষ মানুষের জন্য” এই কথাটি প্রমান দেয়ার এটিই যথার্থ সময়। তিনি শুধু মানবতা ও দানবীরের পরিচয় রাখেননি, রেখেছেন মহামানবতা ও মহানুভতার পরিচয়। এই জন্যই তিনি পুরান বগুড়ার তথা বগুড়ার দানবীর ও মহামানব শাজাহান সম্রাট।
Leave a Reply