স্টাফ রিপোর্টার,রেজাউল করিম মজুমদারঃ-অদ্য ১৯শে জুন ২০২০ইং রোজ শুক্রবার বাদ আসর এপেক্স বাংলাদেশের জেলা ০২ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব পল্লবীর(ক্লাব নং-৮৪) পক্ষ থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা সংলগ্ন বনরূপা রোডস্থ হাজী শরবেশ আলী বায়তুলর মামুর জামে মসজিদে (রফিক নেতার মসজিদ), এপেক্স বাংলাদেশের জাতীয় পর্যায় ঘোষিত কর্মসূচি ” করোনা সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া মাহফিল” এর আয়োজন করা হয়েছিল । এপেক্স ক্লাব অব পল্লবীর সদস্যগন এবং মসজিদে উপস্থিত মুসল্লীগন দোয়া পাঠ করেন। উক্ত দোয়া অনুষ্ঠানে সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মসজিদে দোয়া অনুষ্ঠানের পর একটি সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় । এ সময় ক্লাবের পক্ষ থেকে মুসল্লীদের নামাজের স্থানগুলো পরিষ্কার করতে স্যাভলন ও ওজুখানায় মুসল্লীদের জন্য পর্যাপ্ত এন্টিসেফটিক সাবান প্রদান করা হয়। উক্ত প্রোগ্রামটিতে এপেক্স ক্লাব অব পল্লবীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ শাহীন হক সভাপতিত্ব করেন।
Leave a Reply