কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মরত রৌমারী উপজেলার (এন.এস.আই.) জনাব মোঃ মহসিনুজ্জমান ও মোহাম্মদ শফিকুর রহমান ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আখতারুজ্জামান (২২) নামে একজন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
১৭ই আগস্ট ২০২০ ইং সোমবার সময় বিকাল ১৭ঃ১৫ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের আলমের ব্রিজ নামক এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ও মোবাইল ফোন সহ তাকে আটক করা হয়।
আটককৃত হলেন উপজেলার সদর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের ইন্তাজল আলীর ছেলে আখতারুজ্জামান ২২ ।
এ ব্যাপারে রৌমারী উপজেলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ খলিলুর রহমান জানান এন.এস.আই. এর দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচশত পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আখতারুজ্জামান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রৌমারী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হবে।
Leave a Reply