বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

একশত হাজার লিটার দুধ ক্রয় করলেন র‌্যাব-১২! ? Matrijagat TV

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে থমকে পড়েছে সিরাজগঞ্জ ও পাবনার দুগ্ধ ভান্ডার খ্যাত গো খামারিরা। চলমান লকডাউনে তাদের জীবনের চাকা প্রায় বন্ধের পথে। আর এমন দুঃসময়ে খামারিদের কষ্ট লাঘবে এগিয়ে আসেন র‌্যাব-১২ এর অধিনায়ক লেঃ

কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম, পিএসসি।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ ও পাবনার খামারিদের কাছ থেকে দুধ ক্রয় কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব-১২’র অধিনায়ক লেঃ কর্ণেল খায়রুল ইসলাম বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখা অত্যন্ত প্রয়োজন। কৃষক, শ্রমিক, খামারি এরাই দেশের অর্থনীতির কান্ডারী। এ অঞ্চলের

খামারিরা অর্থনীতিতে এক বিরাট অবদান রেখে যাচ্ছিলো দীর্ঘদিন ধরে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, দেশের এ সংকটময় মুহূর্তে সাধ্যমত স্বল্প আয়ের মানুষের পাশে দাড়ানোর। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা সর্বাত্মকভাবে খামারিদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। এরই ধারাবাহিকতায় এ দুঃসময়ে র‌্যাব-১২ প্রায় একশত হাজার লিটার দুধ ক্রয় করে তাদের পাশে দাড়ালেন।

র‌্যাব-১২’র এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি আশস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581