একদিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে আবারো আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৬ জানুয়ারি রাত ৮টার দিকে মহাডাঙ্গা বিলপাড়ায় জহরুল নামে এক ব্যক্তি নিজ ঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা বিলপাড়ার মো. সাইফুদ্দিন ওরফে শুকুদ্দিনের ছেলে মো. জহরুল ইসলাম (৪০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এ প্রতিবেদকের কাছে।
নিহত জহরুল ২টি বিয়ে করেন। এ ছাড়া পারিবারিক দ্বন্দ্বে লিপ্ত থাকত। ময়না তদন্ত শেষে জানা যাবে প্রকৃত তথ্য। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply