মোঃ নুরনবী ইসলাম নামের একটি ছেলে নিখোঁজ। বয়স আনুমানিক ১১, গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখ মন্ডল গোলাকার, মাথার চুল কালো ও মাঝারি, পরনে ছিলো ফুল জিন্সের প্যান্ট, গায়ে ছিলো লাল রং এর হাফ হাতা গেঞ্জি পরনে। লামনিরহাটের আঞ্চলিক ভাষা বলতে পারে। পিতার নাম: মোঃ জহুরুল হক ভুট্টু, মাতার নাম: নুরবানু বেগম, ঠিকানা: বুমকা (ছয় মাথা), মোগলহাট, সদর লালমনিরহাট। বৃহস্পতিবার (১০ জুন) সকালে মুক্তব পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এখনও অবধি বাড়ি ফিরেনি। তাকে খুঁজে পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৫৬১। কোনও সদয় ব্যক্তি যদি ছেলেটিকে খুঁজে পেয়ে বা কোথাও দেখতে পেয়ে থাকে তবে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় যে কোনও থানা বা ইউনিয়ন পরিষদকে সুরক্ষিত কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যোগাযোগ : ০১৭৭০-৭২৮৮১, ০১৯৩৫-৫০৬৩৫৭ (ছেলের বড় ভাই)।
Leave a Reply