কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে রোকসানা বেগম (২৪)নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। জানা গেছে, পৌরসভার পূর্ব নাওডাঙা এলাকার সেকেন্দার আলীর পুত্র রাসেল মিয়ার সাথে পার্শ্ববর্তি রাজারহাট উপজেলার সওদাগর পাড়ার রফিকুল ইসলামের কন্যা রোকসানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এরই জেরে বুধবার সকালে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। পরে দুপুরে তার শয়ন ঘরে রোকসানার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা উৎঘাটন করা হবে।
Leave a Reply