কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের পাড়া মহল্লা লকডাউন কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। সাধারন মানুষ সেচ্ছায় পাড়া মহল্লার প্রবেশ পথে বাঁশ খুটির অস্থায়ী ব্যারিকেট বেষ্টনী তৈরি করে লকডাউন করে দিয়েছে। গতকাল বুধবার সকাল থেকে এমন অবস্থা চলছে।
পৌরশহরের রাস্তা ঘাট এখন ফাঁকা। প্রশাসনের আহবানে সাড়া দিয়ে মানুষ এভাবে লকডাউন দেখিয়েছে।বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা আর অযথা বাড়ি থেকে বেড় না হওয়ার আহবান জানিয়ে প্রবেশ পথ ও গোলিতে প্লেকার্ড ঝুলিতে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পৌরশহরের বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে লকডাউনের এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই পুলিশ প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে।শহরের রাস্তার মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। অযথা কাউকে ঘরাঘরি করতে দেয়া হচ্ছে না। উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতেও লকডাউনের খবর পাওয়া গেছে।এ বিষয়ে নির্বাহী কার্রমকর্তা আরিফুজ্জামান জানান শুরু থেকে উপজেলা প্রশাসনের পক্ষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরন ও মাইকিন করেছি।আমাদের আহবান সারা দিয়ে মানুষ সেচ্ছায় লকডাউন করছে।এতে আমরা অভিভূতো।
Leave a Reply