সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেশী অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে তানজিদ (৪) নামের শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি উল্লাপাড়া হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি গ্রামের আব্দুল আলিমের পুত্র। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩ টার দিকে। হাটিকুমরুল ইউনিয়নের মেম্বর সেলিম রেজা সহ স্থানীয়রা জানান, বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলার সময় সবার অজান্তে উক্ত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তানজিদ। অনেক খোজাখুজির পর তানজিদকে ভাসমান অবস্থায় দেখে তারা উদ্ধার করে স্থানীয় হাটিকুমরুল গোল চত্বরে রোডের হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply