উল্লাপাড়ায় ২টি ফুটওভার ব্রীজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপিত করেন। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) ১২ টার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যামলী পাড়া বাসস্ট্যান্ডে ২৫.৩০ মিটার এবং উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডে ২৫.৩০ মিটার দৈর্ঘ্যের ফুটওভার ব্রীজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উল্লাপাড়া – সলংগার গণমানুষের নেতা তানভীর ইমাম এমপি। সড়ক ও জনপদ বিভাগের আওতায় পথচারীদের চলাচলে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত বাজেটে ২ টি ফুটওভার ব্রীজের কাজ শুরু হবে। জাতীয় মহাসড়কের ১৫৩তম কিলোমিটারের শ্যামলী পাড়ায় এবং ১৫৯ তম কিলোমিটারের বোয়ালিয়া বাজারে ২৫.৩০ মিটার দৈর্ঘ্যের দুটি ফুটওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রশাসক, ইউএনও মহোদয়, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া চেয়ারম্যান ফোরামের সভাপতি এবং তানভীর ইমাম এমপি মহোদয় এর রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার শওকত ওসমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আজিজুল ইসলাম শাহ আলম সরকার, আরজু সরকার, উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) দীপক কুমার দাস (পিপিএম), এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ভিত্তিপ্রস্তর শেষে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস কাজের অগ্রগতি পরিদর্শন করেন সিরাজগঞ্জ -৪, উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম এমপি।
Leave a Reply