কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুরে একটি ক্ষুদ্র খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে খামারের ৫টি গরুসহ পাশের বাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দেড়টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সরকার পাড়া এলাকায়।বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার ক্ষুদ্র খামারী আখতার হোসেন প্রতিদিনের মত তার খামারে গরুর দেখাশুনা করে ঘুমিয়ে পড়েন। পরে রাত দেড়টার বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে খামারে আগুনে সূত্রপাত হয়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মচারীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই খামারের ৫টি গরু, ১২-১৩ মণ ধান এবং একটি আধা পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।এ ব্যাপারে দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply