প্রতিনিধি কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলোর দায়িত্বরত (সিএইচসিপি) সকাল ৯টায় ক্লিনিকে আগমন ও বিকের ৩টা প্রস্থান করার নিয়ম থাকলেও তারা যথা সময় মেনে চলছে না বলে জানা যায়। বিষয়টির সত্যতা জানতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয় আমাদের সংবাদদাতা।
সরেজমিনে গিয়ে দেখা হয়, সে সময় সকাল ১১ টা বাজে এখনো ইসলামপুর কমিউনিটি ক্লিনিকে তখন তালা ঝুলছে, এলাকাবাসী জানান সিএইচসিপি শারমিন আক্তার তার মন খুশি ক্লিনিক খোলে, কবে কখন ক্লিনিক খোলে তারা এ বিষয়ে সঠিক বলতে পারেন না।
এ বিষয়ে সিএইচসিপি শারমিনের মুঠোফোন নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন আমি ক্লিনিকেই আছি, সে সময় আমাদের সংবাদদাতা জিজ্ঞাসা করেন, তাহলে আমি কই? সে সময় তিনি বলেন মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয়। পারিপারিক কারণে আমি আজ ক্লিনিকে যাইনি।
এদিকে আকেল মামুদ খুদিরকুটি কমিউনিটি ক্লিনিক এ মাসের ১ম সপ্তাহের দিকে ধরলা নদীগর্ভে বিলীন হয়। এখন পর্যন্ত অস্থায়ী ভাবে সেবা চালু হয়নি। সরেজমিনে কোথাও সিএইচসিপি মোঃ ইমরান হোসেন কে পাওয়া যায়নি। তার মুঠোফোনে ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অপরদিকে সাহেবের আলগা ইউনিয়ের কচাবাচা জাহাজের আলগা কমিউনিটি ক্লিনিকের খোঁজ নিয়ে যানা যায়। বৃহস্পতিবার ক্লিনিকের কোন তালা খোলা হয়নি।
এ বিষয়ে সিএইচসিপি আব্দুর রাজ্জাকের মুঠোফোন নাম্বারে কয়েকবার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।
প্রায় সকল কমিউনিটি ক্লিনিকের এলাকাবাসীর অভিযোগ সিএইচসিপিরা একদিন সকাল ১১ টায় আসে, একদিন ১০ টায় আসে,কয়েকদিন দুপুর ১টায় । মাঝে মাঝে ক্লিনিক বন্ধ পাওয়া যায়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদের মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি অবগত করলে তিনি বলেন, অফিস ফাঁকি দেবার সুযোগ নাই। সতত্যা যাচাই করে, তাদের বিরুদ্ধে ব্যবস্খা নেওয়া হবে। এবং আকেল মামুদ খুদিরকুটি কমিউনিটি ক্লিনিকেরর কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
Leave a Reply