গত কয়েকদিন হল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে তীব্র যানজট লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর হতে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২০ কি:মি: এবং ঢাকা রাজশাহী মহাসড়কে নাইমুড়ি পর্যন্ত প্রায় ৬ কিঃমিঃ রাস্তায় গত কয়েকদিন ধরে যানজট অব্যাহত রয়েছে। যানজটের কবলে পড়ে প্রতিদিন গাড়ির যাত্রীদের চরম কষ্ট এবংভোগান্তির শিকার হতে হচ্ছে। ভোগান্তিতে পড়া যাত্রীরা বলছেন সামান্য ২০ কি:মি: রাস্তা পার হতে ৩ – ৪ ঘন্টা সময় গাড়িতে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের নিয়ে চরম কষ্ট করতে হচ্ছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.শাহজাহান আলী সাংবাদিকদেরজানান,মহাসড়কে ফোর লেনের কাজ চলমান থাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। জনগনের যেন ভোগান্তি না হয়,সেজন্য আমরা মহাসড়কে সার্বক্ষনিক সেবার কাজে নিয়োজিত আছি।
Leave a Reply