রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল বাংলাদেশের প্রথম সিএনজি কনভারশন প্রতিষ্ঠান সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড।
বুধবার সকালে প্রতিষ্ঠানের নতুন এ শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।
উপস্থিত ছিলেন সাউদার্ন অটোমোবাইলসের চেয়ারম্যান মাসুদ আহমেদ, অপারেশন ডিরেক্টর স্বপন কুমার দেবনাথ, জেনারেল ম্যানেজার খলিলুর রহমান, অপারেশন ম্যানেজার সোহরাব হোসেন এবং কোম্পানি সেক্রেটারি লতিফুল ইসলাম।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউদার্ন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও মানিকগঞ্জে এলজিপি/সিএনজি কনভারশন কেন্দ্র স্থাপন করে জনসেবায় দীর্ঘ ১৯ বছর ধরে প্রশংসার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে চাকরি দেয়ার ক্ষেত্রে সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড ও এর অঙ্গপ্রতিষ্ঠান সাউদার্ন রিনিউএবল এনার্জি লিমিটেড বিশেষ ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রতিটি গ্রামের ঘরে ঘরে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার ক্ষেত্রে সাউদার্ন রিনিউএবেল এনার্জি লিমিটেডের অবদান অপরিসীম।
এই ধারবাহিকতায় সাউদার্ন অটোমোবাইলস উত্তরায় নতুন একটি সিএনজি, এলজিপি রূপান্তর কারখানা ও ওয়ার্কশপ স্থাপন করতে যাচ্ছে। সাউদার্ন অটোমোবাইল লিমিটেডের এই উদ্যোগে ঢাকাবাসী উপকৃত হবেন বলে আমরা আশা করছি।
Leave a Reply