১ লা ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গত ২৭ জুলাই জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী প্রকাশ রাজাকে আহবায়ক, আদিল উদ্দিন চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী, আবুল মনসুর চৌধুরী, কামাল উদ্দিন মিন্টু, নুরুল হুদা ও আলী হোসেন খানকে যুগ্ন-আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অফিসিয়াল চিঠি ইস্যু করা হয়।
আমার সাক্ষরে প্রেরিত এ কমিটি নিয়ে অনেকেই নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এই কমিটি দেয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।
ইতিমধ্যে ঘোষিত ৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ৩৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা জেলা আওয়ামীলীগ বরাবর প্রেরণ করেছে। যাচাই বাছাই শেষে আজ কালের মধ্যে এ কমিটির চুড়ান্ত অনুমোদন দেয়া হবে।
মেয়র মুজিবুর রহমান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
কক্সবাজার জেলা শাখা।
উখিয়া সংবাদ
Leave a Reply