কক্সবাজার উখিয়া উপজেলা হলদিয়া পালং খেওয়াছড়ি মৃত মোজাহের মিয়া সিকদারের পুত্র আবুল কালামকে কিরিচের কুপে গুরুতর আঘাত করেছে বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর’২০) হলদিয়াপালং ইউনিয়নের এর খেওয়াছড়ি গ্রামের মৃত আমির হামজার পুত্র ও নাতী আলী আহমদ,ফরিদ আলম, নুরুল আলম নুরু গং এর কিরিচের আঘাতে গুরুতর জখম হয়েছে একই এলাকার বাসিন্দা মৃত মোজাহের মিয়া সিকদার এর ছেলে আবুল কালাম। আহতের ২টি আঙ্গুল বিচ্ছিন্ন করে এবং অপর ১টি আঙ্গুলের অর্ধেক কেটে গেছে বলে জানা গেছে
ইউপি ৪নং ওয়ার্ডের আঃলীগের সভাপতি আজিজুর রহমান জানান, জখমি (ভিকটিম) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল প্রাথমিক ভাবে পরিদর্শন করেছেন।
নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তারা একে অপর মামাত- ফুফাতো ভাই দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তার নিয়ে বিরোধকরে আসছিল তারা। চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ আলম তাদেরকে সামাধান করে দিয়েছিল অনেক বার, তারা সামাধানের বিরোধী করে এ হামলা চালায়েছে।
হামলাকারির মোবাইল বন্ধ থাকাতে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
চেয়ারম্যান, থানা ইনচার্জ ও ডাক্তারের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিস্তারিত ২য় প্রতিবেদনে।
Leave a Reply