জাপানী ইউনাটেড ঢাকা টোব্যাকো কোম্পানী লিঃ এর প্রায় ত্রিশ লাখ টাকার তেষষ্টি কার্টুন বিভিন্ন ব্রান্ডের চুরি যাওয়া সিগারেটের মধ্যে দশ লাখ টাকা মুল্যের বিশ কার্টুন সিগারেট ভর্তি একটি কাভার্টভ্যানসহ ( নং-ঢাকা মেট্রো-ন-১৭৫৭০৫) চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার কামারগাঁও গ্রামের আঃ রশিদের ছেলে মোতালেব শেরপুর জেলার লসমনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আঃ মমিন,কুড়িগ্রাম জেলার আঙ্গাতিপাড়া গ্রামের শ্রী শিবেন চন্দ্র রায়ের ছেলে আঃ রহমান ও শ্রী দিপু রায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে সাভার থানা ও শেরপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় থানা চত্বরে আয়োজিত প্রেসব্রিফিং এ পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ সব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, ওসি বাহাউদ্দিন ফারুকি, ওসি তদন্ত অরবিন্দ সরকার উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করণসহ প্রকৃত রহস্য উদঘাটনের পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply