ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে দৈনিক মাতৃজগত পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) অস্থায়ী কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহাউদ্দিন ফারুকী (বিপিএম, পিপিএম)। এসময় তিনি জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, দূর্নীতি, বাল্যবিবাহ সহ সকল অনৈতিক কার্যক্রম ও অপরাধের বিরুদ্ধে কলম সৈনিকদের তথ্য নির্ভর সত্য প্রকাশে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংসনের সম্পাদক এসএম রাজা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন মিঠু। শুভেচ্ছা বক্তব্য দেন (জেএসকেএফ) পাবনা শাখার প্রচার সম্পাদক ও দৈনিক জাতীয় মাতৃজগত পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সাংবাদিক ইয়াছিন শেখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পাকশি হাইওয়ে অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, ঈশ্বরদী ট্রাফিক সার্জেন্ট আহসান হোসেন, এ এস আই (ট্রাফিক) নাজমুল হোসেন, এভার গ্রিন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব আলম, দাশুড়িয়া মদিনাতুল উলুম আলীস মাদ্রাসার অধ্যক্ষ ঈমামুদ্দিন নুরী, বিশিষ্ট ব্যাবসায়ী ওহিদুল ইসলাম, আক্তারুল ইসলাম, ডাক্তার কামাল হোসেন, জেএসকেএফ পাবনা শাখার সাংগঠনিক সম্পাদক রিমন হোসেন, আইন বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শিশির মাহমুদ, দপ্তর সম্পাদক হাসান ইসলাম, ফটো সাংবাদিক মোমিনুল ইসলাম, শামীম উদ্দীন, তুষার হোসেন প্রমূখ। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে ও দৈনিক মাতৃজগত পত্রিকার সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply