ঈশ্বরদীতে ভূয়া দাতা সাজিয়ে জাল দলিল রেজিষ্ট্রি করতে গিয়ে দু্ই প্রতারককে আটক করেছে পুলিশ।আটককৃত প্রতারক হলো আশরাফ আলী ও ডিলু প্রামানিক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে ঈশ্বরদী সাব-রেজিষ্ট্রি অফিসে ভূয়া দলিল করার সময় তাদের সন্দেহ হলে সাব-রেজিষ্টিার রাফায়েল ফাতেমি তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত জমির ক্রেতা ডিলু প্রামানিক ঈশ্বরদীর চরগড়গড়ি ও ভূয়া দাতা আশরাফ আলী কুষ্টিয়া জেলার কুমার খালীর চকসাদিপুর গ্রামের বাসিন্দা।
সাব-রেজিষ্টিার রাফায়েল ফাতেমি জানান,দলিল লেখক সাইদ ভুয়া দাতা সাজিয়ে ৪ লাখ ১১ হাজার টাকার জাল দলিল লিখে রেজিষ্ট্রি করতে গেলে ধরা পড়ে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় দলিল লেখক সাঈদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আটককৃত প্রতারকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply