মো: ইয়াছিন শেখ ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর উপজেলার নিকরহাটা ১০ নং ফার্ম হতে গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা থেকে তাকে নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার এস আই, আতিকুল ইসলাম ও, এ এস আই, আনোয়ার হোসেন ও, এ এস আই একাবুর হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা গ্রামের – মো: জামাল ঢালি (৫৫ ) পিতা : জলিল ঢালি নিকরহাটা থেকে গ্রেফতার হয় । এ সময় তার বাড়ির পিছনে লাগানো গাঁজার গাছ (যার ওজন ১২ কেজি) উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply