গাছ লাগান পরিবেশ বাঁচান । প্রান্তিক পর্যায়ে এই বাণী পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের সহকারি মহাপরিদর্শক মাহফুজুর রহমান আল মামুন।নিজ বাড়ির সামনে মসজিদের পাশে বৃক্ষ রোপন করেন। এলাকাবাসীকে বৃক্ষরোপনের প্রতি উৎসাহিত করার জন্য বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন।
৮ আগস্ট শনিবার সকাল ১০ টার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানার ২ নং গাজীপুর ইউনিয়নের নিজ বাসভবনের সামনে মসজিদের পাশে মাহফুজুর রহমান আল মামুন (বিপিএম -সেবা পিপিএম-সেবা, পুলিশ পরিদপ্তর ঢাকা ) বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করে এলাকাবাসীকে গাছ রোপন করতে উৎসাহিত করেন।
এআইজি মাহফুজুর রহমান মামুন বলেন ,এলাকাবাসী আত্মীয়-স্বজন মিলে বাড়ির সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করি এবং এলাকাবাসীকে বৃক্ষরোপণ করতে আহ্বান জানাই।
তিনি আরো বলেন ,শোকের মাস আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন,আমরা সকলে মিলে বৃক্ষ রোপন কর্মসূচিকে সফল করি।
এসময় উপস্থিত ছিলেন ২নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার তালুকদার ,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস,এম সানোয়ার হোসেন সহ সেলিম আল মাহমুদ,মেহেদী হাসান জয় ,এলাকার মুরুব্বীদের মধ্যে হাজী কুরবান আলী সুইটস এর সর্বাধিকারী হাজী কুরবান আলী, চান মিয়া মন্ডল, গাজীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হাসান পারুল।
উল্লেখ্য,মেধা মনন এবং পরিশ্রমে বিসিএস দিয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ক্রমান্বয়ে পদোন্নতি হয়ে ১৮ ই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক পদে নিযুক্ত হন মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম -সেবা পিপিএম-সেবা, পুলিশ পরিদপ্তর ঢাকা।
Leave a Reply