এমরান হোসেন , জামালপুরঃ “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে নিয়োগ বিধি সংশোধনের দাবীতে চতুর্থ দিনের মত কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্যকর্মীরা।
আজ সোমবার জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন ইসলামপুর উপজেলা শাখা। অবস্থান কর্মসূচী চলাকালে সংগঠনটির ইসলামপুর শাখার আহবায়ক আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ,আসেকুল হক হেলাল , ইমরান খান লিপু , মোখলেছুর রহমান , আবু হানিফ ও চরপুটিমারী আবু মুছা প্রমূখ।
এসময় বক্তারা চাকরি বিধি সংশোধনের মাধ্যমে গ্রেড উন্নয়ন করে পদোন্নতির দাবি জানান।
Leave a Reply