প্রতি মিনিটে ১ জন করে মৃত্যুর মিছিলে সামিল হচ্ছে। এমন ভয়াবহ অবস্থায় ইন্ডিয়ার পুলিশ মাইকিং করে করে দোয়া চাচ্ছে মুসলিমদের নিকট। এ আযাব থেকে মুক্তির জন্য মুসলিমদের কে মসজিদে গিয়ে দোয়া করার জন্য হাজারো আকুতি আর অনুরোধ জানাচ্ছে সেখানকার পুলিশ। সারাবছর মুসলমান মারো এখান মুসলমানদের কাছে দোয়া চাউ। কেন তোমাদের বাবা দের কে কোউ করোনা সামাল দিতে। দুটো ছবিই দিল্লীর!নিচের ছবিতে ১৪ মাস আগে দিল্লির মসজিদে আগুন দিয়েছিলো ভারতের উগ্রবাদীরা। উপরের ছবিতে মানুষের জীবন বাঁচাতে মসজিদকে করোনা হাসপাতালের ইউনিট হিসেবে ছেড়েদিয়েছে স্থানীয় মুসলিমরা।এটাই ইসলাম।
Leave a Reply