করোনা ভাইরাস প্রতিরোধে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বানিজ্য। আয় রোজগার বন্ধ হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ঠিকমত উঁনন জ্বলছে না তাদের। এসব মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ গুরুদাসপুর উপজেলার ২নং বিয়াঘাট ইউনিয়নে প্রায় দের শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। প্রতিটি ব্যাগে ১০ কেজি করে চাল ২৫০ গ্রাম ডাল দেওয়া হয়। নাটোর ৪ আসনের এমপি আলহাজ¦ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের আদেশক্রমে ২নং বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক খাদ্য বিতরণ করেন। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে সংকটে দেশ।
দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধ্যমত সকলকে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সার্বিক তত্বাবধায়নে তিনি এই কাজ সম্পুর্ন করেন। আগামীতে এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ না খেয়ে মারা যাবে না। খাদ্য সামগ্রী বিতরনের উপস্থিত ছিলেন মোঃ নুহু সরদার, মোঃ মিজানুর রহমান, মোঃ নুর ইসলাম, মোঃ শফিক মীর, মোঃ আল মামুন ও মোঃ সোহেল রানা।
Leave a Reply