ঢাকা জেলায় আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি এলাকায় সাইফুল ইসলাম মোল্লার বাড়িতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অন্তঃসত্তা স্ত্রীর অনশন। শুক্রবার ৯জুলাই দুপুর ১২ টা থেকে অনশন শুরু করেন তিনি। জানা গেছে, স্বামী আমীর হোসেন মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার সাইফুল ইসলাম মোল্লার ছেলে। আর স্ত্রী রুবাইয়া আক্তার পুস্পিতা পাশের গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে। রুবাইয়া আক্তার পুস্পিতার দাবি, দির্ঘদিন সম্পর্ক করে গত আট মাস আগে মোঃ সাইফুল ইসলাম মোল্লার ছেলে মোঃ আমীর হোসেন মোল্লাকে পাঁচ লক্ষ টাকা দেন মোহর দিয়ে কোটের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পরে শ্বশুর বাড়িতে রেখেই তারা দিনা তিপাত করিতেন। বর্তমানে পুস্পিতা গর্ভবতী হলে এই বিষয়টি আমীরকে জানালে আমির বিভিন্ন ভাবে তাল বাহানা শুরু করতে থাকে। এক পর্যায়ে আমির বলেন, আমার বাবা মা মেনে না নিলে আমি কিছুই করতে পারবনা। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঘরে প্রবেশ করলে আমার শ্বাশুড়ি ঘর থেকে বের করে দেই। রুবাইয়া আক্তার পুস্পিতার খালা জানায়, শুক্রবার সকালে আমাদের কে না বলে বাসা থেকে বেড়িয়ে আসে।পরে আমরা খোজ নিয়ে জানতে পারি ঐ স্ত্রীর স্বীকৃতি চেয়ে তার স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান করছেন। আমীরের মা জানান, আমি এই বিষয়টি শুনেছি আমার ছেলে বিয়ে করেছে কিন্ত এই মেয়েকে আমার পুত্র বধু হিসেবে কখনো মেনে নেবোনা। এই মেয়ের গর্ভে যদি আমার ছেলের সন্তান থাকে তাহলে আমি আমার নাতিনকে নিয়ে আসব। অভিযুক্ত আমিরের সাথে মুঠোফনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তিনি ঘর থেকে বের হননি। এমনকি তার মুঠো ফোনে বার বার চেষ্ঠা করায় তিনি ফোন ধরেননী। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোঃ জিয়াউল ইসলাম জিয়ার সাথে কথা বললে তিনি যানান আমরা বিষয়টি শুনেছি।এখনই টিম পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply