আশুলিয়ায় কাঠগড়া পুকুর পাড় এলাকায় ২৩ তারিখে একটি ভাড়া বাড়ির তালাবদ্ধ রুম থেকে অজ্ঞাত এক যুবকের (২৩) হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ। রোববার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকার শামসুন্নাহার বেগমের ভাড়া বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অর্ধগলিত হওয়ায় নিহতের কোনো ধরনের পরিচয় শনাক্ত করতে পারেননি আশুলিয়া থানা পুলিশ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। বাড়ির মালিক শামসুন্নাহার জানান, গত বুধবার পুলিশের সোর্স পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয় এক যুবক। ছবি ও ভোটার আইডি কার্ড জমা দিতে বললে আগামী ১ জুন স্ত্রীসহ বাসায় উঠে ছবি ও ভোটার আইডি কার্ড দিতে চায় ওই যুবক। সেদিন থেকেই বাসায় থাকতে শুরু করে। পরের দিন বন্ধু পরিচয়ে আরও ৩ যুবক বাড়িতে আসে। আশুলিয়া থানার এস আই ফজর আলী জানান, কাঠগড়া এলাকার আল আমিন(২০) নামে এক যুবক কে ভাড়া ঘরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে, ৩ বন্ধু (১) সোহেল (২) আলিম (৩) জিহাদ পরবর্তীতে তারা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। তথ্য মতে, নিহত আল আমিন (১) ন; সোহেল কে ৯০,০০০ হাজার টাকা ধার দেয়। যখন সেই ধারের টাকার কথা সোহেল কে বলে। সোহেল এব; অপর দুই বন্ধু মোট ৩ বন্ধু পরিকল্পিত ভাবে বাসা ভাড়া নেই আল আমিন কে হত্যার উদ্দেশ্যে। পরবর্তীতে ২৭ মে অনুমানিক দুপুর ০১;০০ঘটিকার সময়ে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার থেকে মাডার মামলার তিন আসামি কে গ্রেফতার করেন আশুলিয়া থানা পুলিশ।
Leave a Reply