ঢাকা জেলায় আশুলিয়া কাঠগড়া পুকুর পাড় এলাকায় জমি কে কেন্দ্র করে মৃত আমান উল্লাহ এর ছেলে মো: নুরুল হক (৬০) বিল্ডিং এর তৃতীয় তলার থেকে, মো: জুলহাস শেখ কে পরিকল্পিত ভাবে প্রাণে মারার টারগেট করে ইট পাথর নিক্ষেপ করে। একটুর জন্য প্রাণে বেচে যায় জুলহাস। জুলহাসের কপাল কেটে দ্বিখন্ডিত এব; শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আহত হয় জুলহাস ও জুলহাসের বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করা হয়। ৫০,০০০ হাজার টাকার ক্ষতি করেন মো: নুরুল হক। সরোজমিনে গিয়ে তথ্য মতে, মো: জুলহাস শেখের বাড়ির জমি ১৭ শতাংশ আমিন এনে মাপার পরেও মানছে না, মো: নুরুল হক। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়ে জিম্মি করে রেখেছেন এলাকাবাসীদের। মো: নুরুল হক পরিচয়দেন অব: নৌ_বাহিনী পিটি অফিসার ( s ) 0. No. 780412 এটাই মো: নুরুল হকের আসল পরিচয় নয়। মানবাধিকার কর্মী তা ছাড়া আরো রয়েছে, ডা:হাজী মো: নুরুল হক, শীলা হৌমিও হল এখানে যেসকল রোগের চিকিৎসা করা হয়_পাইলস,পলিপাস, টিউমার, যৌন দূর্বলতা, হাপানী, মূএ কষ্ট, শিশু কিশোর, কিশোরী সহ মহিলাদের যাবতীয় রোগের সেবা দিয়ে থাকেন মো: নুরুল হক। জানা যায় , এলাকার থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই নুরুল হক এতে ও থেমে নেই তিনি এলাকার মানুষকে জিম্মি করে থানায় মামলা দায়ের করে, আবার নিজেই টাকার বিনিময়ে মামলার থেকে ছাড়িয়ে আনে। মো: নুরুল হকের ভয়ে মুখ খুলতে রাজি না এলাকাবাসী। মো: নুরুল হকের নিজ ভবনের জমি ২শতা;শ জমি অন্য মানুষের তবুও জোর পূর্বক দখলে রেখেছেন নুরুল হক। মূলত কে এই নুরুল হক? আইনের দৃষ্টি আর্কষণের ভিত্তিতে সঠিকভাবে তদন্তের জন্য অনুরোধ করো হলো। ভুক্তভোগীরা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
Leave a Reply