শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

আশুলিয়াতে ০১ বছর ধরে বিবাহের প্রলোভনে, অবৈধভাবে শারীরিক সম্পর্ক এক সুন্দরী রমনীর

জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম স;বাদ
  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১

ঢাকা জেলার আশুলিয়া পল্লীবিদ্যুৎ স;লগ্ন ডেন্ডাবর কাঠালতলা এলাকায় মো: আনোয়ারের বাড়ির ভাড়াটিয়া মোছা: আছমা খাতুন(২৭) কে র্দীঘ ০১বছর ধরে বিবাহের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে, মো: রেজভী (২৫)। সরোজমিনে গিয়ে জানা যায় , রাজশাহী নওগাঁ জেলার মৃত আব্দুস সাওারের মেয়ে মোছা: আছমা খাতুন। পলাশবাড়ি স;লগ্ন স্কারলাইন গামের্ন্টস প্রতিষ্ঠানে চাকুরী করেন। মানিকগঞ্জ জেলার মো: বাবুল ইসলামের ছেলে মো: রেজভী। তারা দু`জন উভয়ই আশুলিয়া পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর কাঠালতলা এলাকার আনোয়ার এর বাড়ির ভাড়াটিয়া। সুন্দরী রমনী মোছা: আছমা খাতুনকে বিবাহের প্রলোভনে র্দীঘ ০১ বছর ধরে শারীরিক সম্পর্ক করে। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বেতনের থেকে প্রতি মাসে ৪/৫ হাজার টাকা হাতিয়ে নেই। মেয়ে যখন বিবাহের কথা বলে, তখন মো: রেজভী বিবাহ করিতে অস্বীকার করে। এবং ছেলের পরিবার, মেয়েকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাই। এমনকি প্রাণ নাশের ও হুমকি দেন। ভুক্তভোগী, মোছা: আছমা খাতুন আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ কে জিঙ্গাসাবাদে উপপরিদর্শক ( এএস আই ) আতিক বলেন, মোছা: আছমা খাতুন শারীরিক সম্পর্কের বিষয় নিয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে নিয়ে তদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে, মোছা: আছমা খাতুনের মুঠোফোনের ভিত্তিতে জানা যায়, এই ঘটনার একটা সমাধানের জন্য সবাই চেষ্টা চালাচ্ছেন। এবং সমাধানের জন্য ছেলে পক্ষ হইতে মেয়েকে দুইদিনের জন্য সময় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581