সাতক্ষীরা জেলার আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতিকে প্রান নাশের হুমকির প্রতিবাদে, প্রেসক্লাবের জরুরী সভায় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ৭ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি জিএম আল-ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, শাহাদাৎ হোসেন টিটল, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, গোলাম মোস্তফা, বোরহান উদ্দীন বুলু, হাবিবুল্লাহ বিলালী, সোহরাব হোসেন, ফায়জুল কবীর, মুকুল শিকারী, জগদীশ চন্দ্র সানা, নুর আলম, আরাফাত হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুদকসহ একাধিক দপ্তরে দুর্নীতির অভিযোগে তদন্তনাধিন ক্ষমতার প্রভাব দেখিয়ে দাম্ভিকতা প্রদর্শনকারী আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অহেতুক সাংবাদিক আলী নেওয়াজকে প্রাণনাশের হুমকি দেয়ায় আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনায় সাংবাদিক সমাজ ফুসে উঠে তীব্র নিন্দা ও প্রতিবাদে দোষী ইউপি চেয়ারম্যান এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বুধবার (১৬ জুন) মানববন্ধন ও প্রেসক্লাবের উপদেষ্টা বা পৃষ্টপোষক মন্ডলির সাথে মতবিনিময়, বৃহস্পতিবার (১৭ জুন) প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, রোববার (২০ জুন) মৌন মিছিল ও পরবর্তী পদক্ষেপ গ্রহনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Leave a Reply