নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামের জৈনক মইনুল আলী মন্ডল এর বাগান থেকে জোরপূর্বক আম পেরে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই ঘটনায় প্রতিপক্ষ ১/মোঃজাকের হোসেন (৪৫)
পিতা মৃত লকী
২/মোঃ মোবারক হোসেন (৪৫)
পিতাঃ মৃত ময়েজ
৩/মোঃ খলিল (৪২)
পিতাঃমৃত কছিরউদ্দিন
৪/ মোঃ রুবেল (১৮)
পিতাঃ মোঃ নজরুল
৫/মোঃবাবু মিয়া (৩৫)
মৃত লায়বুল্লা
৬/মোঃ ডাবলু (৩২)
পিতাঃমৃত লায়বুল্লা
৭/মোঃ শাকিল (১৮)
পিতাঃমোঃ খলিল
৮/মোছাঃ ছকিনা বেগম (৩৫)
স্বামীঃ মিন্টু মিয়া
৯/মোছাঃলাইলি বেগম (৩২)
স্বামী মোবারক
১০/মোছাঃশনেকা বেগম(৩২)
স্বামী নজরুল ইসলাম
উভয়ের গ্রামঃ কুমারখালি পোস্টঃ নাজিরপুর থানাঃ গুরুদাসপুর, জেলাঃ নাটোর মোট
দশজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জমির মালিক মইনুল আলী মন্ডল বাদী হয়ে আজ (৯ই মে) শনিবার সকালে ওই অভিযোগটি দিয়েছেন।
বাগান মালিক অভিযোগ করেন, কুমারখালী মৌজায় অবস্থিত তার নিজ ক্রয় করা ৪৪ শতাংশ জমিতে আমের বাগান করেছিলেন। প্রতিপক্ষ দুরবিত্তরা দেশীয় অস্ত্রসহ ১৫-২০জন লোক নিয়ে আজ ৯ই মে শনিবার সকাল ৬ ঘটিকা থেকে আম পাড়া শুরু করেন।
খবর পেয়ে তিনি জমিতে গিয়ে আম পাড়ার বাধা নিষেধ করলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ভয়ভীতি দেখান। নিরুপায় হয়ে আম পাড়ারএবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য গুরুদাসপুর থানা পুলিশের সহযোগীতা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই ওই জমির দুই গাছের আম পেরে তাদের বাড়িতে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য মোট =৮০.০০০/= আশি হাজার টাকা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্তকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply