আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জজুড়ে এখন শুধু মুকুলের গন্ধে ভরা। বাগানগুলোতে প্রায় ৮৫ শতাংশ গাছে মুকুল এসেছে যা পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। ফাল্গুনের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আমের শাখে অলংকার রূপে দোল খাচ্ছে মুকুল। সোনালী আভায় মুখোরিত পুরো চাঁপাইনবাবগঞ্জ। এ বছর ৩০ হাজার হেক্টর বাগানের চারপাশ ছড়িয়ে পড়েছে মুকুলের ঘ্রাণ আর নজর কেড়েছে সবার। বাগানে বাগানে মুকুলের পোকা দমনসহ গাছ সবল রাখতে বাগান মালিকরা বাড়িয়েছেন পরিচর্যা। দেয়া হচ্ছে গাছের খাবার, কীটনাশক, বালাইনাশক ও পানি। আমের ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের। বাইরের বেপারিরা ঠিকমতো এলে লাভ হতে পারে বলে আশা ব্যবসায়ীদের। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা ধারাবাহিকভাবে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় প্রায় আড়াই লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply