ইরানি সশ’স্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আমেরিকার প্রতি কঠোর হুঁ’শিয়ারি উচ্চারণ করে আজ(বুধবার) বলেছেন, নতুন কোনও ধৃ’ষ্টতা দেখান হলে আরও মা’রাত্মক এবং ভয়াবহ প্র’ত্যাঘাত করা হবে।
https://www.facebook.com/matrijagat/
তেহরানে শহিদ সোলািইমানির জানাজায় প্র’তিশোধের দাবি
তিনি বলেন, মার্কিন দুষ্ট শাসকদের মধ্যপ্রাচ্য থেকে দ্রুততর সময়ের মধ্যে তাদের সেনা সরিয়ে নেয়ার মোক্ষম সময় এসে গেছে।
ইরাকের দু’টি মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামি বি’প্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণা’স্ত্র হা’মলা চালানোর পর এ হুঁ’শিয়ারি উচ্চারণ করেন তিনি। জেনারেল সোলাইমানি হ’ত্যার জবাবে এ হা’মলা চালান হয়েছে।
আইআরজিসির ক্ষেপণা’স্ত্র হা’মলা
এদিকে, আইআরজিসি বলেছে, ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হা’মলার সময়ে কোনও ক্ষেপণা’স্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলা করতে হয় নি।
আইআরজিসির কুদস বাহিনীর প্রধান জেনারেল সোলাইমানিকে গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ক্ষেপণা’স্ত্র হা’মলায় হ’ত্যা করেছে আমেরিকা। তিনি রাষ্ট্রীয় সফরে ইরাকে গিয়েছিলাম।
আন্তর্জাতিক আইন ল’ঙ্ঘন করে চালানো এ হা’মলায় ইরাকের আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহানদিসসহ ১০ জন শাহাদত বরণ করেন।
Leave a Reply