আমি ছেলে মেয়ের বৈষম্য পছন্দ করি না। নিজেকে সবকিছুর আগে মানুষ ভাবি তারপর দেখি জেন্ডার।আমি মেয়ে বলে যারা আমার মূল্যয়ন মযার্দা এবং সম্মান দেখাতে পারে না। আমি তাদের মন থেকে ঘৃনা করি এবং তাদের এড়িয়ে চলার চেষ্টা করি। তারপরেও অনেক কিছুই চাইলেই,এড়িয়ে যেতে পারি না। যে ব্যাপারগুলো চাইলেই এড়িয়ে যেতে পারি না।তাদের হজম করতে আমার ভিষন কষ্ট হয়।সাগরের যেমন তল খুঁজে পাওয়া যায় না।আমিও যনো এসব অসুখের সীমানা খুঁজে পাইনা।
অতঃপর, আমি মানুষ!!
Leave a Reply