শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

আমি এক মধ্যবিত্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০২০

-তাপস ওঝা
কিছু লোকে বলে ভাই ভাল আছেন বেসতো!
সব থেকে সুখে আছেন মধ্যবিত্ত।

শুনে ভাই সেই কথা,জেগে ওঠে কত কথা-
না বললে মনের কথা,যাবেনা মোর মর্ম ব্যাথা।
কেমন আছি এই সমাজে মধ্যবিত্ত ?

সাদা জামা গায়ে দেয়,কোট টাই পরা ভাই-
রুচিশীল চলাফেরা দারিদ্রের লেশ নাই।
শুনে মোর দেহ মনে,ঝাকি মারে উদ্দ্যেলে-
ক্রোধে জ্বলে বুকটা ফোটেনা মোর মুখটা।
হাসি দিয়ে লুকিয়ে রাখি,জমানো মোর দু:খটা।
কার কাছে বলি ভাই কন্ঠে মোর বাক নাই-
কিছু লোকে বলে ভাই ভাল আছেন বেশতো!
সব থেকে সুখে আছেন মধ্যবিত্ত।
কেমন আছি এই সমাজে মধ্যবিত্ত?

করনার প্রাদুর্ভাবে,লক ডাউন চলা কালে-
বউ করে ফরমাস ,বাজার আনা দরকার।
গত মাসের আনা সদাই,ঘর থেকে নিছে বিদায়-
আন গিয়ে তরকারি লবন,তেল,সবজি,আলু।
না আনলে চাল-ডাল জুটবেনা খাবার আগামীকাল –
মাছ-মাংস যদি না আনো,ছেলেরা খাবেনা তাকি জানো?
ভেবে তাই হই সারা,কেমনে যায় বাজার আনা-
চেয়ে দেখি পকেটে, টাকা নাই মোটেযে।
খুচরা যা আছে টাকা-
হবেনা বাজার সব ক’টা।
কিছু লোকে বলে ভাই ভাল আছেন বেশতো!
সব থেকে সুখে আছেন মধ্যবিত্ত ।
কেমন আছি এই সমাজে মধ্যবিত্ত ?

যদি হয় রোগ-ব্যাধি,আনতে হয় ওষুদ-বড়ি-
তড়িঘড়ি ডাক্তারখানায়,রোগ পরিক্ষা করি।
বুঝিয়া রোগের লক্ষন,ফাইল হাতে দেন ডাক্তার যখন,-
অর্থচিন্তায় পড়ে তখন,বিহ্বলতায় মরি।
আবার বৌ,বাচ্চা, ধরে আড়ি, পোষাক লাগবে চন্দ্রফুলি,-
ঈদ,পূজায় পরার জন্য,নাইকোনো তার জুড়ি।
মধ্যবিত্তের গোনা টাকা,আনতে আনতে থাকেনা তা-
আত্মসম্মানে লাগেযে ঘা,কাউকে যদি বলি।
জমিয়ে তাই রাখি মনে,একথা আর কেউনা জানে,-
পাড়া-পড়সী ভাবে যেন,অনেক সুখেই আছি।
কিছু লোকে বলে ভাই ভাল আছেন বেসতো!
সব থেকে সুখে আছেন মধ্যবিত্ত ।
কেমন আছি এই সমাজে মধ্যবিত্ত ?

মাঝে মাঝে মনে হয়,এই বুঝি মান যায়,-
সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ।
বেশি টাকা নাদিলে,মাইকে নাম বলে নাযে,-
অন্য কাজের দোহাই দিয়ে,আসতে হয় সভা ছেড়ে।
অবশেষে দেখা যায়,নাম ঠিক ঘোষনা হয়,-
সুদখোর ঐ মোল্লার নামই বলে।
কি বলব আর কষ্টেরকথা,বলতে গেলে শেষ হবেনাতা,-
থাকল মধ্যবিত্তের মনেগাথা,কাউকে না আর বলি।
যদিও থাকে মনে কষ্ট,এটাই হলো আসল সত্য,-
ধান্দাবাজী,চামচামি, সাধারনকে হয়রানী,-
কারো পাকা ধানে মই-
এদের সাথে মধ্যবিত্ত পাতায়না কভূ সই।
মধ্যবিত্তের মনের কথা,জানে শুধু জগত পিতা,-
তাকে ভরসাকরি জীবন পথে চলি।

কিছু লোকে বলে ভাই,ভাল আছেন বেশতো!
সব থেকে সুখে আছেন মধ্যবিত্ত ।
কেমন আছি এই সমাজে মধ্যবিত্ত ????
( শেষ) রিপোর্ট ইমাম হোসেন হিমেল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581