বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও দেশবাসীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

জাহাঙ্গীর আলম বাবু মাতৃ জগত টিভি ও জাতীয় পত্রিকা মাতৃ জগত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।
  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১

আমি মোসাঃ সাজেদা বেগম।(সাবেক মহিলা মেম্বার)।পিতাঃ মৃত এমাজ উদ্দীন।গ্রামঃ ফতেপুর।ডাকঘরঃমল্লিক পুর। উপজেলাঃনাচোল,জেলা চাঁপাই নবাবগঞ্জ। আমি সোনার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমার মাতৃ সূত্রে প্রাপ্ত বহুদিনের ভোগদখলীয় জমিতে একদল ভূমিদস্যু ( আব্দুল হাফিজ, আব্দুল হাদী, আব্দুল খাবির, আব্দুল বাদী সর্ব পিতা-মৃত আব্দুল মতিন গ্রাম নয়াদিয়াড়ী উপজেলা গোমস্তাপুর জেলা চাঁপাইনবাবগঞ্জ) জোরপূর্বক কিছুদিন থেকেই দখলের চেষ্টা করে আসছে। আমি আদালতের শরণাপন্ন হলে আদালত তাদের তিন দিনের ভিতরে জবাব দেওয়ার নোটিশ জারি করে কিন্তু তারা আদালতের জবাব না দিয়ে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা করে একদল অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ২৭/০৬/২০২১ ইং তারিখে অস্ত্রে সজ্জিত হয়ে আমার ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। উল্লেখ্য যে উক্ত জমি আমার মায়ের নামে ১৯৫১ সালের ২৩১৬ নং দলিল মূলে জমির মূল দাতা নেকজান বিবি কর্তৃক প্রাপ্ত হয়। উক্ত দলিল মূলে আমার মায়ের নামে এস.এ ও আর এস রেকর্ড প্রস্তুত হয়। যার এস.এ খতিয়ান নম্বর ৯৯ ও আর এস খতিয়ান নম্বর ৬৩। উক্ত জমি ১৯৯৯ সালে আমি ও আমার ওয়ারিশগণ খারিজ করি। যার খারিজ কেস নম্বর ৬৫৩/।x-।/৯৯-২০০০।প্রস্তাবিত হোল্ডিং নাম্বার ২৯৯। এত এত প্রমাণপত্র থাকা সত্ত্বেও উক্ত জমি ভূমিদস্যুরা জোরপূর্বক দখলের পায়তারা করছে। উক্ত ভূমিদস্যুদের মধ্যে হাফিজ সাবেক সেনা সদস্য হওয়ায় সে তার ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে,সে মর্মে হুমকি দিচ্ছে যে থানা নাকি তার ব্যক্তিগত সম্পত্তি আরেক ভূমিদস্যু আব্দুল হাদী এডভোকেট হওয়াই সে এ মর্মে হুমকি প্রদান করছে যে কোট নাকি তার ব্যক্তিগত সম্পত্তি। সে আমার নিকটতম আত্মীয় স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ কাউসার রহমান এর নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে এবং আমার আরেক নিকটতম আত্মীয় গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ মাহফুজা খাতুনের নামেও মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছেন । যা অত্যন্ত আপত্তিজনক ও মানহানিকর। যা সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার শামিল। এছাড়াও উক্ত সংবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। আমি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান যুগে একদল সাংবাদিক যারা ১০ টাকার বিনিময়ে বিক্রি হয় প্রতিবাদ প্রকাশ করল কোন প্রমাণের ভিত্তিতে সেই সাংবাদিক কি পারবে যথেষ্ট প্রমাণ সহ প্রতিবাদের সারমর্ম তুলে ধরতে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া এটাই কি সাংবাদিকতা এটাই কি জাতির বিবেক আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান জনপ্রতিনিধি উনি উনার মা খালাতো নিকটতম আত্মীয় উনার নির্বাচনী এলাকার বা পার্শ্ববর্তী এলাকার যে কোন মানুষ বিপদে পড়লে উনি ছুটে যাবে নিঃস্বার্থভাবে সেটাইতো হচ্ছে জনপ্রতিনিধি। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সুষ্ঠু সংবাদ স্বচ্ছ সংবাদ পরিবেশনে আপনারা একতাবদ্ধ হবেন আমি অপরাধী হলে শাস্তি হোক কিন্তু আপনি টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করবেন না বিক্রি করে দিবেন না কোন অসহায় পরিবারের চাওয়া-পাওয়াকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581