মোঃ মিনহাজুল হক বাপ্পী,লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউপি ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ আজিজুল হকের বিরুদ্ধে বেঁচে থাকা স্বামীদের স্ত্রীর বিধবা ভাতা কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। সতেরোটি বিধবা কার্ডের মধ্যে চারটি বিধবা, দুইজন পরিত্যক্ত , একজন পলাতক এবং দশজনের স্বামী বেঁচে আছেন। নিচে উল্লেখ করা হয়েছে :১.১৬৫/১০৮৮ মোছাঃ কুলসুম বেগম পিতা বচ্চু স্বামী মোঃ মোজাম্মেল হক ২.১৬৮/১০৯১মোছাঃ খোতেজা বেগম পিতা রহিম উদ্দিন স্বামী মোঃ নুর হক ৩.মোছাঃ দুলালী বেগম পিতা ছইমুদ্দিন স্বামী তবারক ৪. মোছাঃ ফাতেমা বেগম পিতা নছর মুন্সি স্বামী মনছার ৫.মোর্শেদা বেগম পিতা ভদর মন্ডল স্বামী মোঃ মজু ৬. রেশনা বেগম পিতা ওমর আলী স্বামী মোঃ ছাপার আলী ৭. মোছাঃ ছফিয়া বেগম পিতা সামাদ স্বামী মোঃ জমসের ৮. মোছাঃ ফরিদা বেগম পিতা ফয়েজ উদ্দিন মুন্সী স্বামী মোঃ আব্দুল হামিদ ৯. ছালমা বেগম পিতা তমুর উদ্দিন স্বামী মোঃ আবুল হোসেন ১০. ১৭৬/১০৯৯ হাজরা বেগম পিতা কেতু শেখ স্বামী জব্বার আলী
ফোনে জানতে চাইলে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন এবং যথাযথ তদন্তের পরে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply