উখিয়া উপজেলার তারুণ্যের প্রতিক, সফল ছাত্র সংগঠক, উপজেলা ছত্রলীগ এর সভাপতি মকবুল হোসাইন মিথুন’র কর্মী নিয়ে একটি ফেইসবুক স্ট্যাটাস সোসিয়াল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে। সম্প্রতি তার ফেইসবুক- Mokbul Hossain Mithun’ নামীয় আইডি থেকে এই স্ট্যাটাসটি পোস্ট করা হয়। নিম্নে তার পোস্ট করা স্ট্যাটাসটি অনুরূপভাবে তুলে ধরা হলো,-
আগের সে আদর্শের রাজনীতি নাই, চাকরী, মোটর সাইকেল, প্রেম, যে সমস্ত বাজে কাজ আছে তা করতে দিলে কর্মী অভাব হয় না,আর বাধা দিলে নেতা ভাল না আর একদিন রাজপথে থাকবে না fbতে তেল মারবে এবং আর কিছু আভাল নেতা আছে পদ নিয়ে কর্মী নাই তারা এইসব কর্মীর জন্য বসে থাকে বর্তমান রাজনীতি।
Leave a Reply