ব্রাক্ষনবাড়ীয়া কসবায় দুষ্ট লোকেরা আগুন দিয়ে একটি হাফিজিয়া মাদরাসার যাবতীয় মালামাল পুড়িয়ে দিয়েছে। আজ ৩০জানুয়ারি বৃহম্পতিবার ভোর ৬টার সময় একদল দুষ্ট লোকেরা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে মাদরাসার কিতাব ও পবিত্র কোরআন শরীফসহ যাবতীয় মালামাল পুড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানান। আগুন লাগার সংবাদ পেয়ে গ্রামবাসী ছুটে এসে আগুন নিবানো চেষ্টা করলেও কিতাব ও কোরআন শরীফসহ মালামাল রক্ষা করতে পারনি। গ্রামবাসী দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিবাতে সক্ষ্যম হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল আজিজ জানান,কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জানি না তবে দোষীদের শাস্তি কামনা করে ন্যায় বিচার দাবী করেছেন। কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মাদরাসার ছাত্ররা তাদেরকে চিনেন না বলে জানান। রমজান আলী,জমশেদ,রবিন মুন্সি সহ গ্রামবাসী অপরাধীদের শাস্তি দাবী করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামে। ঘটনার সংবাদ পেয়ে কসবা থানা পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করছেন। এই নিয়ে এলাকায় থমথম ভাব বিরাজ করছে বলে সচেতনমহল জানান।
Leave a Reply