আগুনে পুড়ে ছাই রাজশাহী মহানগরীর বালিয়া মোড়ের তিন দোকান।
মারুফ আহমেদ
রাজশাহী
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মোড়ে একটি মার্কেটে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে তিন দোকানের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে একটি লন্ড্রির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ।
আগুনে পুড়ে যাওয়া একটি দোকানের মালিকের ভাই আরিফুর ইসলাম আরিফ জানান, মার্কেটে সেলিনা বেগম নামের এক নারীর লন্ড্রির দোকান রয়েছে। রাত ১১ টার দিকে সেলিনা বেগম তার দোকানে স্ত্রী চার্জে দিয়ে বাড়ি চলে যায়। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন পাসের আরো দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পাসের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন বেড়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আগে। এরই মধ্যে তিন দোকানের কয়েক লাখ টাকার মামলা মাল পুড়ে যায়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে এবং কি পরিমান ক্ষতি হয়েছে দমকল কর্মীরা তা খতিয়ে দেখছে।
Leave a Reply