আগামীকাল সোমবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ১ লাখ ৬১ হাজার ৬৯৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে ৮০ হাজার ৬৭০ জন ছাত্র ও ৮১ হাজার ২৫ জন ছাত্রী। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫২১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পরীক্ষার্থীরা অংশ নেবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য ২৪৬ টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্র সচিবদের নির্দেশনা দিতে শিক্ষাবোর্ডে দু’দিন কর্মশালাও করা হয়েছে। তারপরও কোন শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
Leave a Reply