আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুন কবি ও লেখক পুরস্কার ‘দেশের লেখকদের সাহিত্যচর্চাকে আরো বেশি গতিশীল করার লক্ষে ২০০৮ সাল থেকে প্রদান করে আসছে এই প্রতিষ্ঠানটি। আর তারই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুন শুক্রবার) বেঙ্গল ফাউন্ডেশনের ব্যাবস্থাপক রেজাওয়ানুল কামাল চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য শাখায় “১৯৭১: বিধ্বস্থ বাড়িয়ায় শুধুই লাশ এবং” গ্রন্থের জন্য (ইজাজ আহম্মেদ মিলন), কথাসাহিত্যে “তিমিরযাত্রা” গ্রন্থের জন্য (মোজাফফর হোসেন), গবেষণায় “চলচিত্রনামা”গ্রন্থের জন্য (মাসুদ পারভেজ), এবং শিশু-কিশোর সাহিত্যে ” স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিলো”গ্রন্থের জন্য (রণজিৎ সরকার), এ পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। বিচারকমন্ডলির সিদ্ধান্ত অনুসারে এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জমা না পরায় শুধু চার শাখায় পুরষ্কার দেওয়া হচ্ছে। কালি ও কলম তরুন কবি ও লেখক” পুরস্কার ২০২০। নির্বাচিত চারজন লেখককে পুরুষ্কার হিসেবে দেয়া হবে, এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা। আগামী ১৮ জুন ২০২১ শুক্রবার, সন্ধ্যা ৭ টায় অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকদের হাতে আইএফআইসি ব্যাংক নিবেদিত “কালি ও কলম তরুন কবি ও লেখক ” পুরস্কার প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরো জানা জায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ ও পশ্চিমবঙ্গের রবিন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার।
Leave a Reply