দিনাজপুরের বিরলে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে অ্যাম্বুলেন্সটিতে অগ্নিসংযোগ করে।
শনিবার (০৭ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরল উপজেলার চককাঞ্চন নতুনপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে লাবু (২৩) ও তেঘড়া শাহাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রাব্বি (২৫)। পুলিশ জানায়, বিকেলে তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় দিনাজপুর গামী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লাবু ও রাব্বি মারা যান। পরে এলাকাবাসী ওই স্থানে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply