অসহায়, গরীব, আশ্রয়হীন মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, আইপি চ্যানেল মাতৃজগত টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন এর চেয়ারম্যান, ঢাকা মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি, মানবতার ফেরিওয়ালা জনাব খাঁন সেলিম রহমান। ১১/১২/১৯৭৭ সালে, ভোলা জেলার- লালমোহন থানার- ধলীগৌরনগর গ্রামে, (পিতা)- বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাঁন আব্দুর রব মিয়া- মাতা, জরিফা খাতুন। উনাদের ঘর আলো করে জন্মগ্রহণ করেন, ভোলা জেলার কৃতী সন্তান, খাঁন সেলিম রহমান। পিতার মতোই অসহায় গরীব মানুষের সেবা করে যেতে চাঁন তিনি। গতো করোনার সময় নিজ অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বস্ত্র ও নগত অর্থ সহায়তা করেন এবার করছেন। উনার রিদয়ে ধারন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, যখন থেকে তিনি বুঝতে শিখেছেন তখন থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিজেকেত তৈরি করছেন প্রতিনিয়ত। যার সততা, নিষ্ঠা, ও আদর্শে প্রতিনিয়তই যে কাউকে মুগ্ধ করে দেয়। উনার ইমেজের ভেতর খুঁজে পাওয়া যায় মা মাটির গন্ধ। তাঁর বিশেষ গুণ হল সদা মিষ্টিভাষী, বিনয়ী ও সত্যবাদি। কিছু বিশ্বাস ঘাতগ, দালাল, সার্থবাদি নামধারী কিছু অসত ব্যক্তি, যারা ভিবিন্ন মাদক মামলার সাথে জরিতো সন্ত্রাসীদের নিয়ে, যারা নিজেদের আখের গোছাচ্ছেন, তাঁরা খাঁন সেলিম রহমানকে দাবানোর জন্য একজন বলিষ্ঠ সত্যবাদিকে বার বার প্রতি নিয়ত বাঁধাগ্রস্থ করার জন্য কমর বেধে উঠে পরে লেগেছেন। যে বা যারা এসব করছেন, তাঁরা হয়তো ভুলে গিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সৈনিককে অসত পথে আটকানো যায়না, যার ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ তাকে ছলনা মিথ্যের মাঁয়া জ্বালে বন্দিকরা যাবেনা, যার পিতা বিশিষ্ট সমাজ সেবক, বাঙালী জাতির স্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যার রিদয়ে বঙ্গবন্ধুর আদর্শ, যে নাকি দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে চলছে, কোনো অপশক্তি তাকে দাবাতে পারবেনা। খাঁন সেলিম রহমান বলেন, গরিব দুঃখি অসহায়, আশ্রয়হীন নির্যাতিত সাধারণ মানুষের অধীকার নিয়ে, যারাই কাঁনা মাছি খেলার চেষ্টা করবে, তাঁরা রেহাই পাবেনা। এবার সামনাসামনি আসুন, যদি সামনাসামনি না আসেন। তাহলে, সাধারণ, নির্যাতিত, আশ্রয়হীন, সহজ স্বরল, মানুষ, জানে আপনাদের লোভি চেহারাটা কি ভাবে উন্মোচন করতে হবে। এখনো সময় আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের মানুষদের নিয়ে, দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের, গরিব দুঃখি অসহায়, আশ্রয়হীন নির্যাতিত সাধারণ মানুষের অধীকার নিয়ে, কাঁনা মাছি খেলা বন্দ করুন। খাঁন সেলিম রহমান আরো বলেন, কুচক্রের অধীকারি বিশ্বাস ঘাতগ, দালাল, সার্থবাদি নামধারী অসত ব্যক্তিদের বলছি গরিব দুঃখি অসহায়, আশ্রয়হীন নির্যাতিত সাধারণ মানুষের নিশপাপ চেহারা দেখে,কি আপনাদের মনে হয়না, এদের মধ্যে কেউ যদি আপনাদের পরিবার, হতো তাহলে কি করতেন। খাঁন সেলিম রহমান, জনপ্রিয়তা যার মানবিক সত্তাকে অহংকারী করেনি বরং করেছে অতি মানবিক। জীবন তাকে নিয়ে গেছে সাধারণ মানুষের গভীরে-জীবনের কাছাকাছি। নিজের চাওয়ার পাওয়া, নিজের কষ্টের বিষয়টি কখনোই কাউকে বুঝতে দেন না। ক্ষমতা, পদ বিমুখ এই মানুষটি কখনো নিজের না পাওয়া কষ্টগুলো কাউকে বুঝতেও দেন না। গরিব দুঃখি অসহায়, আশ্রয়হীন নির্যাতিত সাধারণ মানুষের মাঝে থেকে তাদের সেবার করার মাধ্যেই তিনি প্রশান্তি খোজে পান।
Leave a Reply