কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রুপার খামার গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার ১টি মোটা মেহগুনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ধরণীবাড়ী রুপার খামার গ্রামের মহুবর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি ধরণীবাড়ী ইউনিয়নের অন্তর্গত এলাঙ্গী গ্রামের গড়–ইয়ের মাঠ নামক স্থানে (মাঠের রাস্তার পার্শ্বে) ১টি মেহগুনি গাছ কর্তনে নেতৃত্ব দেয় আব্দুল জলিল। ধরনীবাড়ী,ওয়ার্ডঃ ১নং রুপারখামার আব্দুল জলিল বাড়ির ভিতর দিয়ে সরকারি রাস্তা জানজায়গীরে সংযোগ রয়েছে ৷ রুপারখামার গ্রামের মৃত্যু বদি ছেলে আব্দুল জলিল ও মৃত্যু আব্দুল বারী ছেলে তাইজুল ইসলাম নিজের জমিতে লাগানো গাছ দাবি করে প্রকাশ্যে গাছ কর্তন করেছে। সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ করা হলেও অভিযুক্তরা প্রশাসনের নিষেধ না শুনে প্রকাশ্যে দিবালোকে গাছ গুলো কর্তন করেছে। সরোজমিনে ঘুরে জানা গেছে, গ্রামের কয়েকজন জানান, ১টি গাছ যার মূল্য ৩০ হাজার টাকা হবে। আমাদের জন্মের পর থেকে দেখে আসছি গাছগুলো রাস্তার পার্শ্বে। এই রাস্তা দিয়ে আমাদের বাপ দাদারাও এই রাস্তা দিয়ে মাঠে গিয়েছে। এখন শুনছি, এখানে কোন সরকারী রাস্তা নেই। গাছ কেন কাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত আব্দুল জলিল জানায়,গাছটি আমাদের মালিকানা জমিতে ছিল। তাই আমরা গাছটি কেটে নিয়েছি ৷ উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নুরে জান্নাত রুমি জানান বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply