দেবিদ্বার উপজেলায় আগুন লাগলে এত দিন প্রায় ১০ কিলোমিটার দূরে মুরাদনগর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসত। গাড়ি এসে পৌঁছানোর আগেই ক্ষয়-ক্ষতি যা হওয়ার তা হয়ে যেত। তাই দেবিদ্বার উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। অবশেষে পূরণ হতে চলেছে সে দাবি। শেষ হয়েছে জমি অধিগ্রণ এর কাজ। জানা গেছে,দবিদ্বার উপজেলার তাৎক্ষনিক বিভিন্ন এলাকার মানুষকে অগ্নিকাণ্ড থেকে জানমাল রক্ষার জন্য এই ফায়ার সার্ভিস স্টেশন গুরুত্বপূর্ণ জরুরি সেবা প্রদান করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী দেবিদ্বার পৌরসভার বারেরা পূর্বপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জমি অধিগ্রহণ চুরান্ত করেন। এই ফায়ার সার্ভিসটি করার উদ্দেশ্য হলো,দেবিদ্বার উপজেলায় অগ্নি প্রতিরোধ নিশ্চিত করা ও জরুরি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেয়া। দেবিদ্বার উপজেলার বেশ কয়েকটি দোকানের মালিক দেবিদ্বার পৌর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
তারা জানান,আমাদের দেবিদ্বারে আগুন লাগার পর মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। তবে তার আগেই ক্ষতি যা হওয়ার তা হয়ে যায়। তবে শুনে ভালো লাগছে এখন দেবিদ্বার পৌরসভার বারেরা পূর্বপাড়া এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে। এতে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কমবে। দেবিদ্বার উপজেলা সাধারন মানুষ বলেন, একটি ফায়ার সার্ভিসের অভাবে দেবিদ্বারবাসী দীর্ঘদিন কষ্ট পেলেও ফায়ার সার্ভিস এর কাজ সম্পূর্ন হলে অনেকটা কষ্ট দূর হবে।তাই তারা আশা করেন অতি দ্রুত এই প্রকল্পের কার্যক্রম শুরু করে তা যেনো দৃশ্যমান হয়।
Leave a Reply