শামসুর রহমান নিরব স্টাফ রিপোর্টার:
যশোরে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় পাঁচটি বাসের চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার শহরতলীর চাচড়া, পালবাড়ি, মুড়লি ও খাজুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে যশোর ট্রাফিক পুলিশ।
সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক সুভেন্দু কুমার মুন্সি জানান, মঙ্গলবার সকালে শহরতলীর খাজুরা বাসস্ট্যান্ড থেকে একটি গণপরিবহন অতিরিক্ত যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাকে আটক করে মামলা দেয়া হয়। একইভাবে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে ছেড়ে আর একটি গণপরিবহন দ্বিগুন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়। তাকে কর্তব্যরত সার্জেন্ট চাঁচড়া মোড়ে আটক করে মামলা দেয়। আর দুটি গণপরিবহনের একটিকে পালবাড়ি এলাকা থেকে ও অপরটিকে মুড়লি মোড় থেকে আটক করে মামলা দেয়া হয়।
এসব গণপরিবহন সরকারের নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানায় চালককের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ ছাড়াও গণপরিবহন গুলির অরো কিছু সমস্যা ছিল। তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
Leave a Reply