কৃষি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক তিনবারের সফল কৃষিমন্ত্রী, নকলা-নালিতাবাড়ি (১৪৭)সাংসদ,বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর উপস্থিতিতে নকলায় প্রতি ইউনিয়নে অসহায়,অসচ্ছল, কর্মহীন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
এসময় সকলকে করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে বাইরের কাজ করা এবং যত্রতত্র যেন ভীড় না জমে সজাগ থাকা এবং সরকারী সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।এবং সরকার যে কোন পরিস্থিতিতে জনগনের পাশে আছে, সরকারের সাথে থেকে করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করা হয়।।
এসময়, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. মাহবুবুল আলম সোহাগ, হাজী জালমামুদ কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল,
Leave a Reply